Md.Tafazzl Ali Bhuiyan
জয় হোক মানবতার
ড. মো. তফাজ্জল আলী ভূঞা 
তারিখ: ০২/০২/২০২৪ খ্রি:
 মানবতা কোথাও খুঁজে পাওয়া যায় না। মানুষ ভুলে গেছে ধৈর্য, ​​ক্ষমা, সহনশীলতা, মিলন।  নিরীহের ওপর সবলের নির্যাতন আজও থামেনি। শোষক শোষণ করছে এবং পবিত্রতার কথা বলছে।
মানুষের বেপরোয়া ব্যবহারে সমাজের পাশাপাশি দেশ
ও জাতি ক্ষতিগ্রস্ত হয় আর ধর্মের ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষে মানুষে সংঘাত, খুন, গুম, ধর্ষণ, সহিংসতা চলছে। মনে হচ্ছে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে।
যতক্ষণ না মানুষ নিজে তার নৈতিক চরিত্র পরিবর্তন করে, ততক্ষণ অশান্তি থাকবে, এ কথা নিশ্চিত।
মানুষ শুধু কথায় কথায় গণতন্ত্রের কথা বলে। মুখের  গণতন্ত্র তার অনেক আগেই কবরস্থানে সমাহিত হয়েছে।  ঘণ্টার পর ঘণ্টা আইন পরিবর্তন হচ্ছে। মানবসৃষ্ট নিয়ন্ত্রিত আইনে সারা পৃথিবীতে মানুষের বিচার চলছে। প্রশাসনের গলায় দড়ি বেঁধে গুটিকয়েক লোক গোটা জাতিকে ধ্বংস করে নিজেদের স্বার্থ হাসিল করছে।
জাতিভেদ নিয়ে চারদিকে যুদ্ধ আর যুদ্ধ।  ট্যাঙ্ক কামান, গোলাবারুদ এবং পারমাণবিক অস্ত্র থেকে তেজস্ক্রিয় ধোঁয়া ইথারে ভাসছে।  মৃত মানুষের গন্ধ নাকের ছিদ্র বন্ধ করে এবং শ্বাসরোধ করে।
আমি কারো কথা শুনতে রাজি নই। অহংকার, অহংকার, আভিজাত্য ও সম্পদ ধরে রাখার জন্য হাজার হাজার মানুষ বিনা কারণে মারা যাচ্ছে।
হয়ত কেউ এগিয়ে আসবে এই ধ্বংস ঠেকাতে এবং পৃথিবীকে আবার ছন্দময় করে তুলতে।  মানুষ এখনো এই আশায় আধমরা জীবন যাপন করছে।
পৃথিবীতে আবার সুখ শান্তি ফিরে আসুক।  থাকার জন্য একটি নিরাপদ জায়গা চাই। জয় হোক মানবতার।

المصدر: Md.Tafazzl Ali Bhuiyan
  • Currently 0/5 Stars.
  • 1 2 3 4 5
0 تصويتات / 91 مشاهدة
نشرت فى 1 فبراير 2024 بواسطة Arabauthors

الإتحاد الدولي للمؤلفين العرب

Arabauthors
الإتحاد الدولي للمؤلفين العرب مجلة للمؤلفين والكتاب والشعراء مجلة للسلام والتسامح واحترام الآخر *** رئيس مجلس ادارة الاتحاد/ دكتورة/ سابرينا »

ابحث

تسجيل الدخول

عدد زيارات الموقع

47,396